নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইন জুম কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান।
কেভিট ১৯ সংকট সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন শেখনে কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য ক্তব্য রাখেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর এ ডি কবির আহমদ মোল্লা, মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পি টি আই সুপার মাহফুজুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম।